জাভেদ হাবিবের বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ তিনি এবং তাঁর পুত্র বহু মানুষকে ঠকিয়েছেন। হাবিব এবং তাঁর পরিবার কোটি কোটি টাকা নয়ছয় করেছেন, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা রুজু করেছে পুলিশ।
কেশসজ্জা সংক্রান্ত নানা সেমিনারে দেখা যায় হাবিবকে। দেশের নানা প্রান্তে রয়েছে তাঁর নামের পার্লার। বহু মানুষ মনের মতো কেশসজ্জা পাওয়ার আশায় এই পার্লারগুলিতে। তবে সদ্য বহু মানুষ থানায় হাবিব এবং তাঁর ছেলের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেছেন । উত্তরপ্রদেশের সম্ভল এর এসপি কেকে বিশ্নোই জানান, ” হাবিবসহ মোট তিনজনের বিরুদ্ধে অন্তত কুড়িটি মামলা রুজু হয়েছে। এক একজনের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নিয়েছেন হাবিবরা। বিটকয়েনের মাধ্যমে তাঁদের বিনিয়োগ করায় উৎসাহ দিয়েছেন। দাবি করেছেন এই বিনিয়োগ থেকে বছরে বিপুল অর্থ রিটার্ন আসবে । কিন্তু আড়াই বছর কেটে যাওয়ার পরেও কেউ কোনও রিটার্ন পাননি । ভুক্তভোগীরা বুঝেছেন তাঁরা প্রতারিত। এখনও পর্যন্ত ৩৫ জনের কাছ থেকে আমরা এই অভিযোগ পেয়েছি।”
তদন্তের পর পুলিশ জানতে পারে, এস এল সি নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা হাবিবের স্ত্রী। এই সংস্থায় সম্পত্তি এবং অনলাইন লেনদেন চলত দীর্ঘদিন ধরে। এই সবকিছুই তদন্তকারীদের নজরে আসে। যদিও হাবিবের আইনজীবী হাবিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলিকে ভুয়ো বলে দাবি করেছেন। তাঁর কথায়, হাবিবের বিরুদ্ধে কোনও এফ আই আর দায়ের করা হয়নি। এসএলসি-এর সঙ্গে সরাসরি হাবিবদের কোনও যোগাযোগ নেই । ওই সংস্থার আয়োজিত একটি সেমিনারে হাবিব গিয়েছিলেন মাত্র।
I am AdZilla. Buy my meme coin now!
Trade it on any Solana exchange! Click here!