যুগবার্তা ওয়েব ডেস্ক: দিনকয়েক আগে হঠাৎই মেট্রোর ব্লু লাইনের ডিসপ্লে বোর্ড অকেজো হয়ে যায়। ফলে দেখা যাচ্ছিল না ট্রেনের আসা যাওয়ার সময়। প্রবল আসুবিধের মধ্যে পড়েন যাত্রীরা। তাঁদের অনেকের এমনও অভিযোগ ছিল, নিত্যদিনের অব্যবস্থা ঢাকতেই ডিসপ্লে বোর্ড অকেজো করে দেওয়া হয়। কিন্তু বাস্তবে সেগুলো খারাপ হয়ে যায়। কোনওমতে জোড়াতাপ্পি দিয়ে ঠিক করে পরিস্থিতি সামাল দিয়েছিল রেল।
বিগত তিন দিন ধরে আবার সেই সমস্যা শুরু হয়েছে।মাঝেমধ্যেই বিগরোচ্ছে ডিসপ্লে বোর্ড । ফলে স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা বেশ অসুবিধায় পড়ছেন। এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশনের প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমে বদল আনছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি মেট্রোর কামরায় এবং সব স্টেশনের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমও আনা হবে বদল। এই খাতে খরচ ধরা হয়েছে ১৬.১৪ কোটি টাকা। মেট্রো সূত্রে খবর প্রত্যেক স্টেশনের ডিসপ্লে বোর্ড বদল করা হবে। কেবল প্ল্যাটফর্মেই নয়, স্টেশনে ঢোকার মুখে থাকা ডিসপ্লে বোর্ডও বদলে দেওয়া হবে। এর সঙ্গেই বদলানো হবে অ্যানাউন্স সিস্টেমও। ইতিমধ্যে টেন্ডার ডাকাও হয়ে গিয়েছে।
পুজোর আগে থেকেই ব্লু লাইনে প্যাসেঞ্জার আ্যনাউন্সমেন্ট নিয়ে বেশ ক্ষুব্ধ আমজনতা। পুরনো এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমে যা ঘোষণা হয়, তা অধিকাংশ যাত্রীই বোঝেন না। একই সঙ্গে এখন ব্লু লাইনকে কেন্দ্র করে একাধিক লাইন সংযুক্ত হয়েছে। ফলে এসপ্ল্যানেড, নোয়াপাড়া, কবি সুভাষের মতো স্টেশনগুলোতে যাত্রী সুবিধার্থে বারবার ঘোষণা করতে হয়। কিন্তু মান্ধাতার আমলের সেই অ্যানাউন্সমেন্ট সিস্টেম থেকে পরিষ্কারভাবে কোনও কথা শোনা যায় না। এরপর নড়েচড়ে বসে মেট্রো কর্তৃপক্ষ। আ্যনাউন্সমেন্ট থেকে ডিসপ্লে বোর্ড সিস্টেমের আধুনিকীকরণ করতে সচেষ্ট হয়েছে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে