যুগবার্তা ওয়েব ডেস্ক: অভূতপূর্ব ঘটনা ঘটল সুপ্রিম কোর্টে! সোমবার সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানি চলাকালীন হঠাৎ একজন আইনজীবী প্রধান বিচারপতি বিআর গাফাইকে উদ্দেশ্য করে ছুড়ে মারলেন জুতো। অভিযুক্ত আইনজীবীকে আদালত কক্ষ থেকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়। বেরিয়ে যাবার সময় তাঁকে চিৎকার করে বলতে শোনা যায় “ভারতের সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না”। এই ঘটনা ঘটার পরে যদিও কণা মাত্র বিচলিত হননি বিচারপতি। উল্টে তিনি মন্তব্য করেন “এই ধরনের ঘটনা আমাকে প্রভাবিত করে না। এসব দেখে বিভ্রান্ত হবেন না।এসব আমার উপর প্রভাব ফেলবে না । শুনানি চালিয়ে যান।”
কয়েক সপ্তাহ আগে বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি পুনরুদ্ধারের মামলাকে কেন্দ্র করে শুনানি চলছিল। সেই মামলার শুনানি চলাকালীন একটি প্রসঙ্গে বিচারপতি মন্তব্য করেন “যাও দেবতাকে জিজ্ঞাসা কর”। উপস্থিত অনেকের ধারণা সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ বিচারপতিকে নিক্ষেপ করা হয়েছে জুতো। যদিও এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে বিচারপতি গাফাই বলেছেন, ” আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি সব ধর্মকে সম্মান করি”। অভিযুক্ত আইনজীবীর নাম কিশোর রাকেশ। তাঁকে শনাক্ত করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রোহিত পান্ডে। তাঁর কথায় ” প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানর। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” ২০১১ সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য কিশোর রাকেশ । তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে