যুগবার্তা ওয়েব ডেস্ক: উমা ফিরেছে কৈলাসে। বিভিন্ন মণ্ডপের প্রতিমা নিরঞ্জন চলেছে ঘাটে ঘাটে। তবে গতবারের ন্যায় এবারও ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের প্রতিমা নিরঞ্জন হয়নি। রবীন্দ্র সরোবরের মা সংগ্রহশালায় সংরক্ষণ করা হবে এখানকার প্রতিমা। এবছর ৫৫তম বর্ষে পদার্পণ করেছিল ঠাকুরপুকুর এসপি পার্ক সর্বজনীন। তাদের থিমে উঠে এসেছিল মোগলমারি। ১৭৭৫ সালে মেদিনীপুর আর জলেশ্বরের মাঝামাঝি তুকারি নামে এক স্থানে মোগল ও পাঠানদের যুদ্ধ হয়। সেই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য মোগলের প্রাণ যায়। সেই থেকেই এই মোগলমারি নামের উৎপত্তি ঘটে।
মোগল বাড়ি অঞ্চলের মূলত মাটির তলার ইতিহাসকে তুলে ধরা হয়েছিল এবারের থিমে। বৌদ্ধমূর্তির আদলে তৈরি করা হয়েছিল প্রতিমা। খননে উঠে এসেছিল একের পর এক বৌদ্ধ মূর্তি। ইতিহাসের নিদর্শন হিসাবে রাজ্য সরকার এই প্রতিমাকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে থিম প্রকাশ অনুষ্ঠানে পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি জানিয়েছিলেন, বৌদ্ধ ধর্মে ত্রাণকর্তা দেবী মহাজন ও বজ্রযান সম্প্রদায়ে পুজিত হন। তিনি অবলোকিতেশ্বরের অশ্রু থেকে জাত এবং তাকে মা হিসাবে বর্ণনা করা হয়।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে