যুগবার্তা ওয়েব ডেস্কঃ
আলিপুরে রাস্তায় হাইটবারে ধাক্কা খেয়ে মৃত্যু হল কলকাতার এক যুবকের। কলকাতার বেহালার বাসিন্দা উৎসব চট্টোপাধ্যায় পেশায় ছিলেন একজন ড্রামার । সূত্রের খবর, নিজেদেরই পাড়ায় প্রতিমা নিরঞ্জনের জন্য সকলের সঙ্গে লরির মাথায় উঠেছিলেন তিনিও। বাবুঘাটের উদ্দেশ্যে সেই লরি আলিপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় চিড়িয়াখানা সংলগ্ন হাইটবারে যুবকের মাথা ধাক্কা খায়। খুব দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে রাত বারোটার সময় এসএসকেএম এ নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উৎসবের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের কথায় হাইটবারের আলো পর্যাপ্ত ছিল না। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। আলো থাকলে হয়তো দুর্ঘটনাটি এড়ানো যেত বলেও মনে করেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের পরিবারের তরফ থেকে কোনও রকমের অভিযোগ দায়ের করা হয়নি। তবে কীভাবে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে