যুগবার্তা স্পোর্টস ডেস্ক: হ্যারিস রউফ লড়াইটা শুরু করেছিলেন। পাকিস্তান ইনিংসেই জবাব দিয়ে দেন জসপ্রীত বুমরাহ। আর তারপর ব্যাট করার সময়েও তাঁর প্রতি সব থেকে নির্মম হয়ে উঠলেন তিলক বরমা-শিবম দুবেরা। ভারত-পাকিস্তান ফাইনাল চলার সময়েই মাঠেই রউফকে জবাব দিলেন বুমরাহ। ইয়র্কারে রউফকে ফিরিয়ে দেওয়ার পর বিমান ধ্বংস করার কায়দায় উচ্ছ্বাস করলেন বুমরাহ। রউফকে ফিরে যেতে হল মাথা নিচু করে।
রউফকে ইতিমধ্যেই জরিমানা করেছে আইসিসি। সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যা দেখে মনে হয়, বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় ব্যাটার স্যামসনকে আউট করেও উল্লাস করার সময় আবার একই ইশারা করেছিলেন রউফ।
রবিবার মাঠে যেন সে সবকিছুরই জবাব দিয়ে দিলেন বুমরাহ। পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে বুমরাহকে চার মেরেছিলেন রউফ। তৃতীয় বলে ছয় মারতে গিয়েও ব্যর্থ হন। চতুর্থ বলে ইয়র্কার দিয়েছিলেন বুমরাহ। কোনও মতে ব্যাটে বল লাগান রউফ। পঞ্চম বলে আবার ইয়র্কার দেন বুমরাহ। এ বার চালিয়ে খেলতে গিয়ে অফস্টাম্প উড়ে যায় পাক ব্যাটারের। আর সঙ্গে সঙ্গে হাসিমুখে ডান হাত দিয়ে ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’ করেন বুমরাহ। তাঁর উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, বিমান মাটি থেকে উড়েই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এখন দেখার, পাকিস্তান ভবিষ্যতে বুমরাহের এই আচরণ নিয়ে প্রতিবাদ করে কি না।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে



































