যুগবার্তা ওয়েব ডেস্ক: কর্মচারীদের সুবিধার জন্য ইপিএফও (EPFO) থেকে টাকা তোলার নিয়ম ঢেলে সাজানোর ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সূত্রের খবর আগামী বছরের মধ্যেই এই নতুন নিয়ম চালু হতে পারে বলে জানা যাচ্ছে। নতুন নিয়মে কর্মচারীরা যাতে তাঁদের সঞ্চয় ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাধীনতা পান, সেই লক্ষ্যেই নিয়মের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে। বাড়ি তৈরি বা ক্রয়, বিবাহ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে সহজেই কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে টাকা তুলতে পারেন, তার জন্য এই নিয়মটি আরও সহজতর করার কাজ চলছে।
ইপিএফও-তে থাকা অর্থ কর্মচারীদের নিজস্ব টাকা। নতুন নিয়ম অনুযায়ী তার উপর কোনও বিধিনিষেধ আরোপ না করে তাঁরা যাতে নিজেদের প্রয়োজন মতো আর্থিক লেনদেন করতে পারেন, সেই স্বাধীনতা দেওয়াই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানা গিয়েছে । এখন ৫৮ বছর বয়স হলে বাঁ টানা ২ মাস চাকরি না থাকলেই ইপিএফও সদস্যরা পুরো টাকা তুলে নিতে পারেন। আংশিক তোলার জন্য কিছু শর্ত রয়েছে। বিয়ের ক্ষেত্রে বর্তমানে কমপক্ষে সাত বছর চাকরি করা একজন সদস্য তার অর্জিত সুদের ৫০% পর্যন্ত তুলতে পারেন। এটি কেবল তাদের নিজস্ব বিবাহের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা নয়, ভাইবোন বা সন্তানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বাড়ি তৈরির টাকা তোলার সীমা মোট জমা হওয়া তহবিলের ৯০% পর্যন্ত। তবে এক্ষেত্রে সদস্যকে কমপক্ষে ৩ বছর কাজ করতে হবে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে