যুগবার্তা ওয়েব ডেস্ক: সোমবার রাতভর রেকর্ড বৃষ্টিতে বানভাসি কলকাতা এবং শহরতলি। প্রায় ‘অচল’ হয়ে পড়েছিল তিলোত্তমা। মঙ্গলবার সকাল থেকে তেমন ভারী বৃষ্টি না-হলেও আশঙ্কার মেঘ আকাশে ছিল দিনভর। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কিছু অঞ্চলে। বুধবারও কি একই আবহাওয়া থাকবে কলকাতায়? না বৃষ্টি বাড়বে? কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
মঙ্গলবার বিকেলে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস জানিয়েছে। তবে বৃষ্টি যে একেবারে হবে না, তা-ও নয়। তাদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও খবর আবহাওয়া দফতর সূত্রে। সমুদ্র উত্তাল থাকার কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আগামী ২৪ ঘণ্টা ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস নেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে