যুগবার্তা ওয়েব ডেস্কঃ শুক্রবার লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এস এস সি)। নতুন নিয়মে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন ঠিক হয়েছে। ৭ তারিখ নবম-দশম এবং ১৪ তারিখ একাদশ-দ্বাদশের পরীক্ষা। পরীক্ষা শুরু দুপুর ১২টা থেকে, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল এস এস সি। সূত্রের খবর, এবার প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী পরীক্ষায় বসছেন। ১৭ শতাংশ ওবিসি (OBC) তালিকা ধরে নতুন বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা দেওয়ার সময় সঙ্গে রাখা যাবে না ঘড়ি, ক্যালকুলেটর, লগ টেবিল, মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট। এর কোনও একটা জিনিস কারও কাছে পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা বাতিল করা হবে।
ওই দুদিন পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য উদ্যোগী নবান্ন। পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা থাকবে। একই সঙ্গে রেলওয়েকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে প্লাবন বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের অঞ্চল যাতে জলমগ্ন না হয়, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। বেলা ১১টা ৪৫ মিনিটের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। ভোটার কার্ড বা আধার কার্ডের মতো আসল পরিচয়পত্রের সঙ্গে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রভিশনাল অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘দাগি’দের তালিকা সম্প্রতি প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে যে ‘যোগ্য’দের পরীক্ষা দিতে হবে সেটাও স্পষ্ট। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল চালু হয়। প্রথম দফার পর কিছু সমস্যা হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে