যুগবার্তা ওয়েব ডেস্কঃ সোমবার দুপুরে মা – ভাইয়ের সামনে নিজের বাড়িতেই খুন হলেন এক তরুণী। সাংঘাতিক এই ঘটনাটি কৃষ্ণনগর এলাকার। নিহত তরুণীর নাম ঈশা মল্লিক (১৯)। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী। কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকে একটি বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই তরুণীকে গুলি করে খুন করে এক যুবক। শক্তিনগর জেলা হাসপাতালে তরুণীকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, ‘মেয়েটির শরীরে দু’টি গুলির চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।‘
ঘটনার সময় বাড়িতেই ছিলেন তরুণীর মা এবং ভাই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যা। বাড়ি কোতোয়ালি থানার মানিকপাড়ায়। তাঁর সঙ্গে দেবরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণী সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগেই ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করেছে অভিযুক্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের। তরুণীর মায়ের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান তরুণীর মা।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে