যুগবার্তা ওয়েব ডেস্কঃ মধ্যমগ্রামে রবিবার মাঝরাতে বিস্ফোরণের নেপথ্যে উত্তরপ্রদেশ যোগ প্রায় স্পষ্ট। বোমা ফেটে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা বছর পঁচিশের যুবক সচ্চিদানন্দ মিশ্রের। নিহত ব্যাক্তির ব্যাগে থাকা বোমা ফেটেই এত বড় দুর্ঘটনা বলে মত তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমা ও চার্জার। সোমবার সকালে সেখানে পৌঁছায় NIA টিম। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। স্কুলের সামনে এমন বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও প্রধান শিক্ষক অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন এখন কোনও আতঙ্ক নেই। সকাল থেকে পড়ুয়াদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে স্কুলের পঠন-পাঠন।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১২:৫৭ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বোমার আঘাতে গুরুতর জখম হওয়ায় সচ্চিদানন্দকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সোমবার সকালে ওই ব্যাক্তির মৃত্যুর খবর মিলেছে। মৃত যুবক শেষ বনগাঁ লোকালে করে মধ্যমগ্রাম স্টেশনে আসেন বলে তদন্তে উঠে এসেছে। ঠিক কী উদ্দেশ্য নিয়ে তিনি ব্যাগে বোমা নিয়ে এসেছিলেন বা আরও বড় কোনও নাশকতার ছক কষা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, “কিছু অপশক্তি সব সময় বাংলাকে বদনাম করা এবং বাংলার বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা করে চলেছে। শান্ত মধ্যমগ্রামকে অশান্ত এবং আতঙ্কিত করতেই এই কাজ, তাতে সন্দেহ নেই।ওই যুবক কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন তা জানা জরুরি।“ ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে



































