যুগবার্তা ওয়েব ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ভারতীয় শেয়ার বাজারেও বৃহস্পতিবার বড় পতন দেখা গিয়েছিল। ফলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা মানুষ সিঁদুরে মেঘ দেখছেন। দিনের একটা সময় সেনসেক্স ৭৩২ পয়েন্ট পড়ে গিয়েছিল। দিনের শেষে অবশ্য মার্কেট সবুজেই শেষ করেছে। কিন্তু অস্থিরতা যে রয়েছে তা অস্বীকার করার নয়। এরই পাশাপাশি আশার খবরও রয়েছে। সোনার দামে বড়সড় পতন আসতে পারে বলে জানাচ্ছে এক আন্তর্জাতিক গবেষণা সংস্থা। সোনার দামে প্রায় ৪০% পতন আসতে পারে বলে দাবি তাদের।
বর্তমান ভারতীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে লক্ষ টাকা ছাড়িয়েছে। তবে আগামী কয়েক মাসে দাম নাকি ৫৫ হাজারের আশপাশে আসতে পারে বলে দাবি করছে সংস্থা। এই অনুমানের পিছনে কিছু কারণ রয়েছে। সোনার উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের চাহিদা কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বাঙালিদের কথা মনে রেখে বলতে হয় বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধি পায়। আগামী মাস তিনেক বিয়ের ডেট নেই। সেক্ষেত্রে দাম কিছুটা কমা অস্বাভাবিক নয়। দামের পতন হলে তা সাধারণ মানুষের সুরাহা হবে, কিছুটা হলেও ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
তবে দাম কমা নিয়ে সব বিশেষজ্ঞ একমত নন। অনেক সংস্থা যখন দাম কমার পূর্বাভাস দিচ্ছে, তখন ব্যাংক অব আমেরিকা ও গোল্ডম্যান স্যাক্সের মতো বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আগামী দুই বছরে সোনার দাম আরও বাড়তে পারে বলেই অনুমান করছে।
ছবিঃ প্রতীকী