যুগবার্তা স্পোর্টস ডেস্কঃ ঐতিহাসিক জয়। এভাবেও যে ফিরে আসা যায় তা দেখিয়ে দিল শুভমান গিলের ভারত। ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ অমিমাংসিত রেখে ঘরে ফেরার বিমান ধরবেন মহম্মদ সিরাজরা। সোমবার ৫৭ মিনিটের রুদ্ধশ্বাস অপেক্ষা। সিরাজের বলে গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়ে যাওয়ার পরে স্বভাবসিদ্ধ উল্লাস দেখা গেল। পঞ্চম দিন পরিসংখ্যান স্পষ্ট ছিল। ওভালে টেস্ট ও সেই সঙ্গে সিরিজ় জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। টেস্ট জিতে সিরিজ় ড্র করতে ভারতের দরকার ছিল ৪ উইকেট। শেষ পর্যন্ত বাজিমাত করল ভারত। পিছিয়ে থেকেও সিরিজ় ড্র করল। কোচ হিসাবে টেস্ট সিরিজ় হারের লজ্জা থেকেও বাঁচলেন গৌতম গম্ভীর।
এক্তাই আফসোস, গোটা সিরিজ়ে লড়াই করলেও জিততে পারল না ভারত। সিরিজ়ে ৩১টা সেশন জিতেছে ভারত। ইংল্যান্ড ২২টা। তার পরেও সিরিজ় জিততে পারেনি ভারত। কারণ, গুরুত্বপূর্ণ জায়গায় ভুল করেছে। তবু ভারতের প্রাপ্তি অনেক। ব্যাট হাতে অধিনায়ক শুভমনের ফর্ম। বলে সিরাজের ধারাবাহিকতা। উইকেটরক্ষক ঋষভ পন্থের ফর্মে ফেরা। এজবাস্টনে আকাশদীপের বোলিং। রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট হাতে ছন্দ। ম্যাঞ্চেস্টারে প্রায় দু’দিন ব্যাট করে ভারতের ম্যাচ বাঁচানো। গোটা সিরিজ়ে বুক চিতিয়ে লড়েছেন সিরাজ। লর্ডসে অনেক লড়েও জেতাতে পারেননি। বোল্ড হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। সেই সিরাজই ওভালে জিতিয়ে মাঠ ছাড়লেন। ক্রিকেট দেবতা আজ আর তাঁকে নিরাশ করেননি।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে