যুগবার্তা ওয়েব ডেস্কঃ প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাদের ঘনিষ্ঠ হওয়া নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় বিতর্কের জন্ম দিয়েছে। অনেক ক্ষেত্রেই জনসাধারণের থেকে মিলেছে কড়া প্রতিক্রিয়া। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। দেখা গিয়েছে ভিড়ে ঠাসা ট্রেনে ঘনিষ্ঠ এক যুগল আদরে মেতেছেন। চুমু খাচ্ছেন হাত আড়াল করে। ভাইরাল হয়েছে ভিডিওটি। হইচইও পড়েছে নেটপাড়ায়। যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন অনেকেই। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি যুগবার্তা ।
ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা একটি ট্রেন। বসার আসন না পেয়ে বহু যাত্রী দাঁড়িয়ে সফর করছেন। তার মধ্যেই আসনে বসে আদরে মেতেছেন মাঝবয়সি এক ব্যক্তি। জনসমক্ষেই এক তরুণীকে নাগাড়ে চুমু খেয়ে চলেছেন তিনি। হাত দিয়ে মুখ ঢেকে ঠোঁটে ঠোঁটে মিলন বাকিদের থেকে আড়াল করছেন। চুমু থামিয়ে মাঝেমধ্যে আড়চোখে দেখে নিচ্ছেন বাকিদের। তবে তরুণীর চোখ বন্ধ। সম্ভবত ট্রেনের অন্য কোনও যাত্রীর ক্যামেরায় ধরা হয়েছে যুগলের কীর্তি।
ভাইরাল সেই ভিডিও পোস্ট হয়েছে জনৈক মনোজ শর্মা নামে সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। একজন লিখেছেন, ‘‘নির্লজ্জ! জনসমক্ষে এ রকম আচরণ?’ রেল কর্তৃপক্ষের কাছে ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।
ছবিঃ প্রতীকী