যুগবার্তা ওয়েব ডেস্কঃ গত ১২ জুন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুর মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের সঙ্গে জড়িত ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে। মা রানি কাপুর ছাড়া সঞ্জয়ের সম্পত্তির আরও দুই দাবিদার রয়েছেন— বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর ও প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর। সঞ্জয়ের মা অভিযোগ করেছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও রকম আর্থিক লেনদেন করতে পারছেন না। এ বার শোনা যাচ্ছে, প্রাক্তন স্ত্রী করিশ্মাও ৩০ হাজার কোটি টাকার সম্পত্তিতে অংশীদারিত্ব দাবি করেছেন। যদিও এই বিষয়ে কোনও বিবৃতি মেলেনি করিশ্মার তরফে। সঞ্জয়ের মৃত্যুর পরই শোনা যাচ্ছিল তাঁর কোম্পানি সোনা কমস্টারের দায়িত্ব আসতে পারে সঞ্জয় করিশ্মার মেয়ে সামাইরা কাপূরের হাতে। কিন্তু তেমনটা হয়নি। বরং বর্তমান স্ত্রী প্রিয়াই সবটা দেখভাল করছেন। কারণ প্রিয়া সঞ্জয়ের সন্তান এখনও অনেকটা ছোট। এ দিকে করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর সামাইরা ও কিয়ানের পড়াশোনার জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রেখেছিলেন সঞ্জয়। সেই সম্পত্তির কী হবে, সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
ঘটনাক্রম কী?
একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, সোনা কমস্টারের বার্ষিক সাধারণ সভার আগে, সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেন যে সোনা গ্রুপে তাঁর বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে এবং তিনিই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী। তাঁর আরও অভিযোগ, কিছু ব্যক্তি পারিবারিক উত্তরাধিকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। তিনি যে কাউকে গ্রুপের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেননি এটাও স্পষ্ট করে দিয়েছেন রানি।
রানি কাপুর, সঞ্জয়ের আকস্মিক মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছেন। মৌমাছি গিলে ফেলে আচমকা শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর পুত্রের। এক বিবৃতিতে রানির দাবি যে, হৃদরোগের ঘটনাটি হয়তো সঠিকভাবে বর্ণনা করা হয়নি। “আমার মক্কেলের জন্য, একজন মা হিসেবে, এটিকে নিছক দুর্ঘটনা এবং হৃদরোগের ঘটনা বলে খারিজ করা অত্যন্ত বেদনাদায়ক। সত্য সংবাদ শিরোনামের সঙ্গে মেলে না। সত্যটি স্বীকার না হওয়া পর্যন্ত তিনি চুপ করে থাকবেন না,” সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন রানির আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট বৈভব গগ্গর । রানি কাপুর আরও দাবি করেছেন যে তাঁর ছেলের মৃত্যুর পরপরই, তাঁকে মানসিক চাপের কারণে কিছু নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল।
সঞ্জয় কাপুরের শেষকৃত্য ১৯ জুন দক্ষিণ দিল্লির লোধি রোড শ্মশান ভূমিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল। তিনি সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন। ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন সঞ্জয়। এই দম্পতির দুটি সন্তান হয়, ২০০৫ সালে সামাইরা এবং ২০১১ সালে কিয়ান। দম্পতি ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা ২০১৬ সালে চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় প্রিয়া সচদেবকে বিয়ে করেন এবং এই দম্পতির আজারিয়াস নামে একটি পুত্র সন্তান আছে।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে