যুগবার্তা ওয়েব ডেস্ক:পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি )। বুধবার তারাতলায় এক ব্যবসায়ের বাড়িতে হানা দিয়ে প্রচুর টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লেকটাউনের একটি গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করেছে কয়েক কেজি সোনা। এছাড়া তল্লাশি চলছে বাগুইআটিতেও।
মঙ্গলবার ওই সংক্রান্ত মামলার তদন্তে বেলেঘাটা সহ শহরের বেশ কিছু এলাকায় হানা দিয়েছিল ইডি। পুরনো নিয়োগ মান্না সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানির হদিশ পেয়েই এই অভিযান বলে জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার সকালে প্রথমে তারাতলা আর এক ব্যবসায়ী বাড়িতে হানা দেয় ইডি। সেখান থেকে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এক কোটি ২০ লক্ষ টাকা। টাকা গোনার পর্ব এখনও চলছে। ওই একই ব্যক্তির লেকটাউন অঞ্চলে একটি গুদাম রয়েছে। সেখানে ইডির অন্য একটি দল হানা দিয়ে কয়েক কেজি সোনা উদ্ধার করেছে। কিভাবে তার কাছে এত বিপুল পরিমাণ টাকা এবং গয়না এল সেটাই এখন খতিয়ে দেখছেন অফিসারেরা।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
































