কেরলের শবরীমাতা মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিকপ্টারের একাংশ। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামে পুলিশ ও দমকল বাহিনী। তবে দুর্ঘটনা জেরে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে বর্তমানে কেরল রয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরম পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ সহ একাধিক মন্ত্রী। বুধবার সকালে সেখান থেকেই ঐতিহ্যবাহী শবরীমালা মন্দির দর্শনে যাচ্ছিলেন রাষ্ট্রপতি। তখনই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার স্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পরে পরেই হেলিপ্যাডের একাংশ ধ্বসে পড়ে। হেলিকপ্টারের পেছনের অংশ অনেকটা ঢুকে যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন আধিকারিকরা। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকরা কপ্টারটিকে ফেলে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন।
কেরল প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শবরীমালা সফরের সব ব্যবস্থা করা হয়েছে। মন্দির দর্শন করে তাঁর তিরুঅনন্তপুরম ফেরার কথা রয়েছে।
































