যুগবার্তা ওয়েব ডেস্কঃ কর্মফলদাতা শনি এক একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে। এই বছর ২৯ মার্চ শনি রাশিচক্রের শেষ রাশি মীনে প্রবেশ করেছে। আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে শনির বক্রী চলন। এই বিপরীতমুখী চলন জারি থাকবে ২৮ নভেম্বর পর্যন্ত। জুলাই মাসে শনির বক্রিচলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বুধের সঙ্গে গঠিত হবে সমসপ্তক রাজযোগ। ৩০ বছর পর এই বিরল রাজযোগ গঠিত হতে চলেছে। জ্যোতিষ গণনা বলছে, এই রাজযোগের প্রভাব সব রাশির জাতকদের উপর পড়লেও তিন রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। এঁরা কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন। চাকরিতে প্রোমোশন পেতে পারেন। প্রেমের সম্পর্ক গাঢ় হবে। দেখে নিন সমসপ্তক রাজযোগের প্রভাবে ভাগ্য খুলবে কোন কোন রাশির জাতকদের।
বৃষ রাশি
বুধ ও শনির যুতিতে সমসপ্তক রাজযোগ গঠিত হলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে বৃষ রাশির জাতকদের। আয় বাড়বে। নানা সূত্র থেকে অর্থলাভ। আত্মবিশ্বাস বাড়বে।
কর্কট রাশি
এই সময় কর্কট রাশির জাতক যে কাজ করবেন, তাতেই সাফল্য পাবেন। সব আর্থিক সমস্যা মিটে যাবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। কেরিয়ারে উন্নতি। অফিসে সহকর্মী ও ঊর্ধতন কর্তৃপক্ষের সমর্থন থাকবে।
মীন রাশি
মীন রাশিতে চলছে শনির সাড়েসাতি দশার দ্বিতীয় পর্যায়। এই সময় এমনিতে নানা সমস্যা থাকবে এই রাশির জাতকদের জীবনে। সমসপ্তক রাজযোগ এর মধ্যে কিছুটা রেহাইও দেবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। কেরিয়ারে উন্নতির যোগ। সংসারে সুখ বৃদ্ধি।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে