যুগবার্তা বিনোদন ডেস্কঃ ৯০ দশকে টিন-টোয়েন্টির হদয়ে ঝড় তুলেছিলেন তিনি। জীবন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে তাঁর লাস্য ও বিভঙ্গে ঘায়েল হয়েছিলেন অনেকেই। শুক্রবার রাতে হঠাৎই হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল মডেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার। মাত্র ৪২-এই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সূত্রের খবর, শুক্রবার রাতে আন্ধেরি পশ্চিমের বাড়িতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন শেফালি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্বামী পরাগ এবং আরও তিনজন শেফালিকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রাত ১টা নাগাদ খবর পায় মুম্বই পুলিশ। এমনিতে তিনি ছিলেন ভীষণ ফিটনেস ফ্রিক। নিজেকে ফিট এবং সুস্থ রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করতেন। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, শেফালি মৃগীরোগের সঙ্গে লড়াই করছিলেন। কাজে প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় কেরিয়ারের শুরুর দিকে এটি কাউকেই জানতে দেননি তিনি। প্রতিনিয়তই এই সমস্যার সঙ্গে নাকি লড়াই চালিয়ে যেতেন। ১৫ বছর বয়সে প্রথমবার খিঁচুনি অনুভব করেন। তারপর দীর্ঘদিন মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে ছিলেন। তবে চিকিৎসা, নিয়মিত ব্যায়াম ও মানসিক জোরে অভিনেত্রী ভালো থাকার চেষ্টা করতেন।
একটি মাত্র মিউজিক ভিডিওতে অভিনয় করেই সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। ‘কাঁটা লাগা’ যখন মুক্তি পায় তখন রিমিক্স হিন্দি গানের বাজারের রমরমা। ধর্মেন্দ্র এবং আশা পারেখের ‘সমাধি’ ছবির ‘কাঁটা লাগা’ গানের রিমিক্সটি সেইসময় কার্যত ঝড় তোলে। শেফালির বয়স তখন মাত্র ২০। এরপর তিনি আরও ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কিন্তু আজও মানুষের মনে তাঁর পরিচয় ওই একটি গানে। ‘কাঁটা লাগা’ গার্ল। পাশাপাশি ওয়েব সিরিজ, ছবিতেও কাজ করেছেন। ২০০৪ সালে ‘মিত ব্রাদার্স’-এর জনপ্রিয় গায়ক জুটির অন্যতম হরমিত সিংহকে বিয়ে করেছিলেন শেফালি। সেই বছরেই ‘মুঝসে শাদি করোগে’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন। প্রথম বিবাহ সুখ দেয়নি। মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলেছিল তাঁকে। স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন শেফালি। সহ্যের সীমা ছাড়ালে ২০০৯ সালে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তিনি। তার পর বেশ কিছু দিন অন্তরালেই ছিলেন। কয়েক বছর পর জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেন তাঁরা। তারপর ‘নাচ বালিয়ে ৭’ ও ‘বিগ বস্ ১৩’-এ অংশ নেন। শেফালি একসময় বহুদিন সম্পর্কে ছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গেও। শুক্রবারের পরে হয়তো তারাদের দেশেই আবার দেখা হবে তাঁদের।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে