যুগবার্তা বিনোদন ডেস্কঃমুক্তি পেয়েছে যশরাজ ফিল্মসের ‘ওয়ার ২’-ছবির প্রথম গান। এই রোমান্টিক ট্র্যাক প্রকাশের সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে ঝড় উঠেছে। ‘আওয়া জাওয়া’ নামে এই গানে সুপারস্টার হৃতিক রোশন এবং কিয়ারা আদবানির সংক্রামক রসায়ন এবং অনায়াস অনুভূতি ইন্টারনেটে সাড়া জাগিয়ে তুলছে। আজ কিয়ারার জন্মদিন। যশরাজ ফিল্মস গতকাল ঘোষণা করেছিল কিয়ারার জন্মদিন উপলক্ষে তার ভক্তদের জন্মদিনের উপহার। হৃতিক-কিয়ারার অসামান্য স্ক্রিন কেমিস্ট্রির জন্য শুধু নয়। এই গানটি শ্রোতাদের ভালো লাগার আরও একটি কারণ রয়েছে। এই গানেই আবার সুরকার প্রীতম, গীতিকার অমিতাভ ভট্টাচার্য এবং গায়ক অরিজিৎ সিং একসঙ্গে কাজ করলেন। ‘ব্রহ্মাস্ত্র’-এর ব্লকবাস্টার গান ‘কেসরিয়া’-এর পিছনেও এই তিনজনের অবদান ছিল। আবারও একটি দুর্দান্ত রোমান্টিক গান উপহার দিয়েছেন তাঁরা। গানটিতে নারী কণ্ঠ দিয়েছেন বহুমুখী গায়িকা নিকিতা গান্ধী। ‘ওয়ার ২’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ১৪ আগস্ট হিন্দি, তেলুগু এবং তামিল ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে