যুগবার্তা ওয়েব ডেস্কঃ ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার ছয় সদস্যের একটি অভিযাত্রী দল। কলকাতার ‘দ্য ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন-র ছ’জনের একটি দল হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়েছিল। ওই ছ’জন বাঙালি ছাড়া অভিযানে ছিলেন সাত জন পোর্টার ও একজন শেরপাসহ মোট ১৩ জন। শনিবার কলকাতার ওই সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১৭ অগস্ট লাহুল-স্পিতি জেলার বাতালে শেষবার যোগাযোগ করা গিয়েছিল। তারপর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ ছয় যাত্রী হলেন অরুণাভ নস্কর, গৌতম বর্ধন, নীলুফা, ত্রিদিব সরকার, শুভদীপ মুখোপাধ্যায় ও দলের নেতা অভিজ্ঞ অভিযাত্রী এম. নবী তরফদার। এই খবর পাওয়ার পর থেকেই পরিবারের লোকজন দুশ্চিন্তায়, আতঙ্কে দিন কাটছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ আগস্টের পর পুরো দলটাই নেটওয়ার্ক কভারেজের বাইরে চলে গিয়েছে। ওই দলের পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫-২৬ অগস্টের মধ্যে তাঁদের নেটওয়ার্ক কভারেজ এরিয়ার মধ্যে ফিরে আসার কথা ছিল। এর মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সেই কারণে উদ্বেগও বাড়ছে। ইতিমধ্যে লাহুল-স্পিতির পুলিশ সুপার এবং কেলংয়ের এসডিপিও-র সঙ্গে যোগাযোগ করে বিষয়টি প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নজরে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে সংস্থা। ছবিঃ প্রতীকী