যুগবার্তা ওয়েব ডেস্ক: সোনারপুরে সাইকেল নিয়ে বচসার জেরে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম রঞ্জিত মন্ডল। সোনারপুরের শীতলা অঞ্চলে তাঁর একটি ছোট দোকান রয়েছে। বাজারের মধ্যে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে সাইকেল নিয়ে বচসা বাঁধে তাঁর। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রমে তা হাতাহাতির রূপ নেয়।
এই ঘটনায় সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নারায়ণ রায়ের কানে পৌঁছলে তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে যান। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎই রঞ্জিতের ওপর চড়াও হয় স্থানীয়রা। বেধড়ক মারধর করতে থাকে তাঁকে। গণপিটুনিতে আহত রঞ্জিতকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ রায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে তিনি উসকানি দিয়েছিলেন। কীভাবে সৃষ্টি হল এই পরিস্থিতির, তা খতিয়ে দেখছে পুলিশ।
ছবি: প্রতীকী