যুগবার্তা বিনোদন ডেস্কঃ ২০২০ সালের ১৪ জুন। দুপুরে আকস্মিক একটা খবরে নড়ে উঠেছিল আসমুদ্রহিমাচল। মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। এই ঘটনার কিছুদিন আগে থেকেই নাকি প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না সুশান্তের। অভিনেতার অকালমৃত্যুতে সকলের রোষ গিয়ে পড়ে রিয়ার ওপর। প্রাথমিকভাবে অভিনেতার এই মরমান্তিক পরিণতির জন্য তাঁদের সম্পর্ককেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কেটে গিয়েছে ৫টি বছর। সুশান্ত- রিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পরিচালক-চিত্রনাট্যকার রুমি জাফরি। অভিনেতা বন্ধুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সুশান্ত- রিয়ার প্রেমকাহিনীকে পর্দায় তুলে ধরার কথা প্রকাশ্যে এনেছেন রুমি।
পর্দার বাইরে সুশান্তের জীবন কম ঘটনাবহুল ছিল না। ন্যাশনাল টেলিভিশনে ‘ঝলক দিখলা যা’র সেটে কো-স্টার অঙ্কিতা লোখাণ্ডেকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের সেটে তাঁদের পরিচয় ও ডেটিং শুরু। গোপনে তাঁরা বিবাহ করেছেন এই খবর নিয়ে যখন জোর কানাঘুষো, তখন সেই খবর অস্বীকার করে সুশান্ত ২০১৬ সালে জানান সেই বছর বিলাসবহুল ভাবে বিয়ে করবেন। অথচ তার আগেই তাঁদের ব্রেক আপ হয়ে গেছিল। এরপর কৃতি স্যাননের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও খবর রটেছিল। পরবর্তীকালে ‘কেদারনাথ’ ছবির কো-স্টার সারা আলি খানের সঙ্গে তাঁর প্রেম নিয়ে গুজব চাউর হয়। শেষমেশ ২০১৮ সালে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ডেট করা শুরু করেন সুশান্ত। প্রথমদিকে বিষয়টা ‘প্রাইভেট’ রাখলেও পরবর্তীকালে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। দুজনে মিলে লাদাখে ছুটি কাটাতেও গিয়েছিলেন। ওঁদের প্রেম এক সময় নাকি উদাহরণ হয়ে উঠেছিল! ২০২১ সালে নাকি বিয়ে করার পরিকল্পনাও ছিল তাঁদের।
অভিনেতার অকালমৃত্যুর পর সেই প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। সুশান্তকে ধীরে ধীরে নাকি রিয়াই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, তাঁকে খুন করেছেন— এমন অভিযোগ থানায় এবং আদালতে করেছিলেন প্রয়াত অভিনেতার পরিবার। সেইসময় অভিনেত্রীকে ২৮ দিন সংশোধনাগারে কাটাতে হয়েছিল। রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে বলিউড কার্যত ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে কম হেনস্তা করা হয়নি। বসে যেত মিডিয়া ট্রায়াল। পরে অবশ্য এই মামলা থেকে রেহাই পান রিয়া ও শৌভিক।
সুশান্ত ও রিয়ার সম্পর্ক নিয়ে যা কথা শোনা গিয়েছিল, তার থেকে কিন্তু একদম ভিন্ন মত রুমির। খুব কাছের বন্ধু হওয়ার দৌলতে তাঁদের গতিবিধি সামনে থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা বলছে, সুশান্ত ও রিয়া পরস্পরকে খুব ভালবাসতেন। পরিচালকের কথায়, “সুশান্ত ভীষণ ছটফটে, সদাচঞ্চল থাকত। ওকে একমাত্র রিয়া সামলাতে পারত। সব সময় প্রয়াত অভিনেতার পাশে পাশে থাকত। সুশান্তও এতটাই ভালবাসতেন রিয়াকে যে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন।“ ওঁদের এই অপূর্ণ প্রেমই রুমির পরিচালনায় ফুটে উঠবে পর্দায়। তবে বন্ধুর অকালপ্রয়াণ অন্য অনেক অনুরাগীর মতো রুমিও মেনে নিতে পারেননি। প্রায়ই মনে হয়, সুশান্ত তাঁকে ছেড়ে যাননি, আশেপাশেই রয়েছেন। সেই উপলব্ধি থেকেই এই ছবি বানানোর পরিকল্পনা করেছেন। প্রাথমিক চিত্রনাট্যর খসড়া তৈরির কাজে হাত দিয়েছেন। সুশান্তের ভূমিকায় কে অভিনয় করবেন? পরিচালক এখনও কাউকে ওই চরিত্রের জন্য নির্বাচন করেননি। শোনা যাচ্ছে, তাঁর পছন্দের তালিকায় নাকি বেদাঙ্গ রায়না আছেন। রিয়া কি নিজেই নিজের ভূমিকায় অভিনয় করবেন? পরিচালক বা অভিনেত্রী কেউই এই নিয়ে এখনও মুখ খোলেননি।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে