যুগবার্তা ওয়েব ডেস্কঃ সহকর্মীর জন্য সঙ্গী খুঁজে দিতে পারলেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেবে আমেরিকার একটি স্টার্টআপ প্রযুক্তি সংস্থা ‘ক্লুলি’। সিইও রয় লি জানিয়েছেন, সহকর্মীকে ডেটের ব্যবস্থা করে দিতে পারলেই পুরস্কারস্বরূপ ৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ হাজার টাকা) পেতে পারেন কোনও কর্মী। চাইলে কেউ নিজেও সহকর্মীর সঙ্গে ডেটে যেতে পারেন। সংস্থার এই অভিনব নীতি ইতিমধ্যেই নেট নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সংস্থার এই ‘কল্যাণ প্রকল্প’ কীভাবে কাজ করবে? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার কোনও কর্মী তাঁর অন্য কোনও সহকর্মীর জন্য যদি সফল ডেটের ব্যাবস্থা করতে পারেন, তা হলেই পাওয়া যাবে ৫০০ ডলার বোনাস। একই সঙ্গে দু’জন সহকর্মীর ডেটের ব্যবস্থা করলে মিলবে ১০০০ ডলার বোনাস (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ হাজার টাকা)। যতদিন না সব কর্মী সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করছেন, ততদিন এই প্রচেষ্টা চালাবে সংস্থা। এক্স হ্যান্ডলেও বিষয়টি জানিয়ে পোস্ট করেছেন লি, যা ইতিমধ্যেই ভাইরাল। প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে সেই পোস্ট। লাইক এবং কমেন্টের বন্যা।
ছবিঃ প্রতীকী