যুগবার্তা হেলথ ডেস্কঃ ধীরে ধীরে ডায়াবেটিস রোগটি সমগ্র বিশ্বের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। বড়দের শরীরে তো অনেক আগেই থাবা বসিয়েছিল, এবার এর থেকে নিস্তার পাচ্ছে না দুধের শিশুও। শিশুদের ডায়াবেটিসের চিকিৎসার পথ বাতলে আগেই সারা দেশে রাজ্যের নাম উজ্জ্বল করেছিলেন এসএসকেএম-র এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় ঘোষ। এবার আন্তর্জাতিক স্তরেও মিলল স্বীকৃতি। টাইপ-১ ডায়াবিটিস প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য ‘ইসপাড-২০২৫’ পুরস্কার পাচ্ছেন এই বঙ্গ চিকিৎসক। বিশ্বের শতাধিক চিকিৎসকের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে বাংলার সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারকে।
ডাঃ সুজয় ঘোষের নেতৃত্বেই এসএসকেএমে বছর চারেক আগে পরীক্ষামূলকভাবে জুভেনাইল ডায়াবিটিস ক্লিনিক চালু হয়েছিল। সেই পাইলট প্রকল্পের দারুণ সাফল্যর পর, তা ধাপে ধাপে রাজ্যজুড়ে সম্প্রসারণ করে স্বাস্থ্য দপ্তর। গত বছর রাজ্যের এই প্রজেক্টকে স্বীকৃতি দিয়ে গোটা দেশে জুভেনাইল ডায়াবিটিস ক্লিনিক চালুর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এই মডেল দেশের প্রায় ১৩ লক্ষ ডায়াবিটিস আক্রান্ত শিশুকে চিকিৎসার আওতায় আনার রাস্তা দেখিয়েছে। ছোটদের ডায়াবিটিস নিয়ে বিশ্বজুড়ে কাজ করে ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবিটিস’(ইসপাড)। বাঙালি চিকিৎসকের চিকিৎসার মডেলের প্রশংসায় পঞ্চমুখ এই সংস্থা
তাদের সর্বোচ্চ পুরস্কারটি সুজয়কে দেওয়ার কথা ঘোষণা করেছে বুধবার। আগামী নভেম্বরে পুরস্কার নিতে কানাডার মন্ট্রিয়লে যাবেন সুজয়। ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে