যুগবার্তা ওয়েব ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসব উপলক্ষে TV9 বাংলা নিয়ে এসেছে একগুচ্ছ অনুষ্ঠান।
পুজোর আড্ডা
পুজো মানেই আড্ডা! পুজোয় মুক্তি পাচ্ছে বেশ কিছু সিনেমা ও সিরিজ। পুজোর আড্ডা-য় থাকছেন বাংলা সিনেমা ও টেলিভিশনের তারকারা—আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দর্শনা বনিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, মিমি দত্ত, সৃজিত মুখোপাধ্যায় এবং আরও অনেকে। তাঁরা শেয়ার করবেন তাঁদের পুজোর অভিজ্ঞতা ও পুজোয় মুক্তিপ্রাপ্ত সিনেমা -সিরিজের ঝলক। দেখা যাবে ষষ্ঠী থেকে নবমী প্রতিদিন বিকেল ৩:৩০।
বনেদি বাড়ির পুজো
বাঙালির ঐতিহ্য ও ঐশ্বর্যের সাক্ষী বনেদি বাড়ির পুজো। রাজবাড়ি ও জমিদার বাড়ির দুর্গোৎসবের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ও আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলো নতুনভাবে তুলে ধরবে এই অনুষ্ঠান। দেখা যাবে শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেল ৩:৩০।
অন্য দুর্গা
নারী শক্তির বাস্তব কাহিনী নিয়েই অন্য দুর্গা। এখানে থাকছে— ডুয়ার্সের এক সাহসী মহিলা, যিনি শিশু পাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, মেয়েদের আত্মরক্ষার জন্য লড়াই করতে শিখিয়েছেন ও স্কুলছুটদের শিক্ষায় উৎসাহিত করেছেন। এছাড়াও বাঁকুড়ার শান্তি শবর, যিনি অনগ্রসর শিশুদের শিক্ষায় জীবন উৎসর্গ করে হয়েছেন সংগ্রাম ও আশার প্রতীক। শুক্র ও শনিবার সকাল ১১-৩০।
TV9 পুজো প্রতিযোগিতা
শারদীয়ার অন্যতম আকর্ষণ TV9 বাংলার পুজো প্রতিযোগিতা, যেখানে রাজ্যের নানা প্রান্তের বারোয়ারি ও আবাসনের পুজো প্রতিদ্বন্দ্বিতা করবে নানা বিভাগে— সেরা বারোয়ারি, সেরা থিম, সেরা প্রতিমা,মায়ের পুজো মেয়ের হাতে (মহিলা-নেতৃত্ব পুজো), মানুষের পাশে (সামাজিক উদ্যোগের জন্য) এবং আরও অনেক আকর্ষণীয় অনুষ্ঠান। সম্প্রচারিত হবে সেরা বারোয়ারি: ২৬ – ২৮ সেপ্টেম্বর, দুপুর ১টা – ১:৩০; বিশেষ পুরস্কার প্রদর্শনী: সন্ধ্যা ৬:৩০। সেরা আবাসন: ৩০ সেপ্টেম্বর, বিকেল ৪:৩০। জেলার সেরা: ২৮ সেপ্টেম্বর – ১ অক্টোবর, সন্ধ্যা ৬টা।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে