যুগবার্তা ওয়েব ডেস্ক: রবিবার ছিল মহালয়া । পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা । পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু বঙ্গে বৃষ্টি থামার কোনও নাম নেই। তাহলে কি এবার পুজোয় ভাসবে বাংলা ? শনিবার সকাল থেকেই শুরু হয়েছিল অঝোরে বৃষ্টি। কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সৃষ্টি হয়েছে নিম্নচাপ। পুজোয় তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । আবহাওয়া অফিস সূত্রের খবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
মহালয়াতে বৃষ্টির বেগ কিছুটা কমবে। হাওয়া অফিস সুত্রে খবর ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পুজোয় তা আরও শক্তিশালী হবে। ফলে থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চতুর্থী থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই খবর হাওয়া অফিসের। মহালয়ার সকালে কিছুটা দেওয়া হয়েছে স্বস্তির বার্তা অর্থাৎ সকালের দিকে সেভাবে বৃষ্টির কোন ভ্রুকুটি নেই। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে