যুগবার্তা ওয়েব ডেস্ক: আবার নতুন করে বিক্ষোভের আগুনে জ্বলছে লাদাখ (Ladakh)। রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার উত্তেজনা ছড়িয়েছে লেহ (Leh) শহরে। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লেহতে বিজেপির (BJP) পার্টি অফিসের সামনে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। লাদাখকে রাজ্যের মর্যাদা দিতে হবে বলে বিক্ষোভ শুরু করে একদল যুবক। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির পার্টি অফিসে হামলার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা । বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধেরা। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। তবে রাজ্যের দাবিতে এমন উত্তেজনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু ও কাশ্মীরকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। প্রাথমিকভাবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক (sonom wangshuk)-সহ অনেকেই। কিন্তু গত কয়েক বছর ধরেই পৃথক রাজ্যের দাবিতে ধারাবাহিক ভাবে সরব হয়েছেন ওয়াংচুক এবং তাঁর অনুগামীরা। দফায় দফায় অনশনেও বসেছেন ওয়াংচুক। গত দু’সপ্তাহ ধরে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে ফের অনশন শুরু করেছেন তিনি ।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে