যুগবার্তা ওয়েব ডেস্ক: পুজোর রেশ এখনো কাটেনি। নিরঞ্জন শোভাযাত্রা বাকি। আগামী কাল ৫ অক্টোবর অর্থাৎ রবিবার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। কলকাতার ঐতিহ্যবাহী খ্যাতনামা পুজো মণ্ডপগুলি অংশ নেবে কার্নিভালে। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। দেশ বিদেশের অতিথিসহ বহু মানুষ শামিল হন এই কার্নিভাল চাক্ষুষ করতে। ভিড় হয় প্রচুর। সেই প্রবল ভিড়ের কথা মাথায় রেখে কার্নিভালের রাতে মেট্রো পরিষেবা বাড়ানোর কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।
কার্নিভাল দেখে বাড়ি ফিরতে রাত হতেই পারে। তাই যাত্রীদের সুবিধার্থে ব্লু ও গ্রিন লাইনে ঐদিন বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেলের তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ৫ ই অক্টোবর কার্নিভালের দিন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা -হাওড়া ময়দান রুটে মেট্রো সংখ্যা বাড়ানো হবে। প্রতিদিনের সময় অনুযায়ী রাতের শেষ মেট্রোর পরও আপ এবং ডাউনে ছটি বাড়তি মেট্রো পাওয়া যাবে। এই পরিষেবা পাওয়া যাবে কুড়ি মিনিট অন্তর। ইতিমধ্যেই তার সময়সূচিও ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। দেখে নেওয়া যাক কোন রুটে কটা পর্যন্ত বাড়তি মেট্রো পাওয়া যাবে –
ব্লু লাইন :
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আপ)
রাত ১০.০৩, রাত ১০.২৩ ও রাত ১০.৪৩ এ তিনটি মেট্রো ছাড়বে ।
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (ডাউন)
রাত ৯.৪৫, রাত ১০.১৩, রাত ১০.৩৩ এ তিনটি মেট্রো ছাড়বে।
গ্রিন লাইন :
(সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান )
রাত ১০.২০, রাত ১০.৪০, রাত ১১ টায় তিনটি মেট্রো ছাড়বে।
(হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ )
রাত ১০.২০, রাত১০.৪০, রাত ১১ টায় তিনটি মেট্রো ছাড়বে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে