যুগবার্তা স্পোর্টস ডেস্কঃ লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত। দ্বিতীয় দিন সকালে এই টেস্টে আরও এক ভারতীয় শতরান করে ফেললেন ঋষভ পন্থ। শোয়েব বশিরকে নিজের ট্রেডমার্ক শটে এক হাতে বাউন্ডারি লাইনের ওপারে ফেলে টেস্ট কেরিয়ারে সপ্তম সেঞ্চুরি করলেন তিনি। ওই ওভারেই এক বল পরে বশিরকে আবার ছয় মেরে শুভমান গিলের সঙ্গে জুটিতে ২০০ রান পূর্ণ করেন পন্থ। ৪০০ রান পেরিয়ে ভারত চালকের আসনে।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে