যুগবার্তা বিনোদন ডেস্কঃ অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি জানিয়েছেন যে একসময় তাঁর একনিষ্ঠ ভক্ত ৭২ কোটি টাকার সম্পত্তি তাঁর কাছে রেখে গিয়েছিলেন। পরে সেই সম্পত্তি প্রয়াত মহিলার পরিবারের হাতে তুলে দেন মুন্নাভাই। ঘটনাটি যদিও এখনকার নয়, বেশ কয়েক বছর আগের।
কী ঘটনা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় ২০১৮ সালের এই ঘটনাটি সম্বন্ধে কথা বলেছেন। নিশা পাতিল নামে অভিনেতার একজন গুরুতর অসুস্থ ভক্ত জড়িত তাঁর পুরো সম্পত্তির সাম্রাজ্য অভিনেতার কাছে রেখে গিয়েছিলেন। যার আনুমানিক মূল্য ৭২ কোটি টাকা। ৬২ বছর বয়সি এই ভক্ত মৃত্যুর আগে ব্যাংককে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তাঁর মৃত্যুর পর তাঁর সব সম্পদ সঞ্জয়ের কাছে হস্তান্তর করতে। পরে সেই সম্পত্তি মৃতার পরিবারকে ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জয়।
১৯৮১ সালে রকি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন সঞ্জয় দত্ত। ‘সাজন’, ‘খল নায়ক’, ‘বাস্তুব’ ‘মুন্নাভাই এম.বি.বি.এস.’ সহ একাধিক সুপেরহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ফিল্মি কেরিয়ারে ব্যাপক সাফল্য এলেও, ব্যক্তিগত জীবনে তাঁকে অনেক ঝর সাম্লাতে হয়েছে। ১৯৯৩ সালের বোম্বে বিস্ফোরণ মামলায় জড়িত থাকার কারণে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর। অভিনেতাকে শেষবার ‘ভূতনি’ এবং ‘হাউসফুল ৫’ সিনেমায় দেখা গিয়েছিল। দুটিই এই বছরের শুরুতে মুক্তি পেয়েছে। তিনি পরবর্তীতে বালকৃষ্ণ অভিনীত তেলুগু ছবি ‘আখণ্ড ২’-তে অভিনয় করছেন, যা ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।
এছাড়াও আদিত্য ধর পরিচালিত গুপ্তচরভিত্তিক-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এরও অংশ সঞ্জয়। রণবীর সিং, আর. মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং সারা অর্জুন্কে নিয়ে ছবির স্টারকাস্ট দুর্দান্ত। আগামী ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ওই একই সময়ে প্রভাস এবং সঞ্জয় দত্ত অভিনীত আরেকটি বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য রাজাসাব’-এরও মুক্তি পাওয়ার কথা। এছাড়াও, ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সঞ্জয়ের কন্নড় ছবি ‘কেডি – দ্য ডেভিল’। ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে