যুগবার্তা ওয়েব ডেস্কঃ মৃত্যুর পর এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল প্রায় ১.১৩ লক্ষ কোটি টাকা। অবিশ্বাস্য এই ঘটনাটি উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা এলাকার। খবরটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গ্রেটার নয়ডার বাসিন্দা বছর উনিশের দীপু নামে এক তরুণ রবিবার রাতে দেখেন তাঁর মা গায়ত্রী দেবীর কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১.১৩ লক্ষ কোটি টাকা ঢুকেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকেরা দীপুর বাড়িতে ভিড় করেন। চেনা পরিচিত ও আত্মীয়স্বজনের ফোনেও জেরবার হতে হয় তাঁকে। গায়ত্রী দেবী মাস দুয়েক আগে মারা গিয়েছেন। হঠাৎ এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে মায়ের অ্যাকাউন্টে জমা পড়ল তার খোঁজ করতে দীপু সংশ্লিষ্ট ব্যাঙ্কের দ্বারস্থ হন। এমনকী তাঁর মায়ের অ্যাকাউন্টে ঠিক কত টাকা জমা পড়েছে তাও হিসেব করে জানাতে অনুরোধ করেন ব্যাংক কর্তৃপক্ষকে।
সোমবার সকালে ব্যাংক খুললে দীপু নিজে ব্যাঙ্কে যান। ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, অস্বাভাবিক লেনদেনের কারণে অ্যাকাউন্টটি সাময়িক ফ্রিজ করা হয়েছে। মৃতার অ্যাকাউন্টে এই টাকা কীভাবে এল? কে পাঠাল এই বিপুল পরিমাণ অর্থ? নাকি কোনও ব্যাঙ্ক কর্মীর ভুলে গায়ত্রী দেবীর অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। খবর দেওয়া হয়েছে আয়কর বিভাগেও। অর্থ পাচারের কোনও চক্র এর পিছনে রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে