যুগবার্তা ওয়েব ডেস্কঃ ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য বড় প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সম্পূর্ণভাবে পাশে দাঁড়াবে, এই আশ্বাস আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাঙালি বিদ্বেষের আবহে অনেক শ্রমিক ভিনরাজ্যে কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। নানা সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই সমস্ত শ্রমিকদের জন্য সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করার ঘোষণা করলেন মমতা। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে ‘শ্রমশ্রী’তে নাম নথিভুক্ত করতে হবে। তবেই মিলবে সরকারি সাহায্য। প্রতি মাসে শ্রমিক পরিবার পিছু ৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার। ‘শ্রমশ্রী’ প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের দায়িত্বও নেবে রাজ্য সরকার। নতুন কাজ না পাওয়া পর্যন্ত মাসে ৫ হাজার টাকা অনুদান মিলবে। সেইসঙ্গে অন্যান্য চালু সরকারি প্রকল্প যেমন খাদ্যাসাথী, স্বাস্থসাথী থেকে শুরু করে সব প্রকল্পের সুবিধা পাবেন। ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হবে। তাঁদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও নেবে রাজ্য।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে