নারীর লড়াইয়ের গল্প বলে ৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের শিরোপা জিতে নিলেন বাঙালি কন্যা অনুপর্ণা রায়। পুরুলিয়ার নারায়ণপুর গ্রাম থেকে তিনি ইতিহাস গড়েছেন ভেনিসের মঞ্চে। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার মঞ্চে ভারতীয় পোশাকেই দেখা যায় তাঁকে। সাদা শাড়ি পরে মঞ্চে উঠে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে যখন পুরস্কার নিচ্ছেন অনুপর্ণা, তখন আনন্দে তাঁর চোখের কোণ চিকচিক করে উঠেছিল। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে অন্তরালে থাকা প্রত্যেক নারীর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন অনুপর্ণা। তাঁর কথায়, “এই ছবিটি প্রত্যেক মহিলার লড়াইয়ের গল্প। যাঁরা নিঃশব্দে লড়াই করার পরেও তেমন গুরুত্ব পান না, তাঁদের উৎসর্গ করা হল। এই জয় হয়তো নীরব বিপ্লবীদের ভাষা হয়ে উঠবে। শক্তি হয়ে উঠবে।”
সিনেমা নিয়ে বরাবরই আগ্রহ ছিল অনুপূর্ণার। পুরুলিয়ায় বড় হওয়া, কুলটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়ে দিল্লিতে মাস কমিউনিকেশন পড়া, দিল্লির কলসেন্টারে কাজ করা, মুম্বইয়ে আইটি সেলস একজিকিউটিভের কাজ করার পরেও সিনেমা নিয়ে পড়ে থাকতেন। তাঁর প্রথম শর্ট ফিল্ম ‘রান টু দ্য রিভার’ও প্রশংসিত হয়।
মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবনের গল্প ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’। অভিনয় করেছেন নাজ শেখ, সুমি বাঘেল। প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। প্রেজেন্টার অনুরাগ কাশ্যপ । অনুপর্ণা বলেন, “আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি। প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানাই। ডিওপি অশীতিপর গাফার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ।” পুরস্কার জয়ের পর থেকে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পরিচালক।