যুগবার্তা ওয়েব ডেস্ক: হাওড়া স্টেশনের ঘড়িতে বাজে তখন বিকেল পাঁচটা। প্রতিদিনের ন্যায় তখন অফিস ফেরত যাত্রীদের ভিড়ে ব্যস্ত হাওড়া স্টেশন। এর মাঝেই বৃহস্পতিবার বিকেলে স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে সন্তানের জন্ম দিলেন এক মহিলা।
অন্যান্য যাত্রীদের সঙ্গে অণ্ডালে নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে মেয়েকে সঙ্গে নিয়ে কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরার জন্য দাঁড়িয়েছিলেন ৩৫ বছর বয়সি সুমিত্রা বাসিল। হঠাৎই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণায় কাহিল হয়ে প্ল্যাটফর্মের মধ্যেই শুয়ে পড়েন সুমিত্রা। তাঁকে দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা। মহিলা আরপিএফ কর্মী এবং চিকিৎসক ওই মহিলাকে ঘিরে দাঁড়িয়ে পড়েন এবং চার দিক কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। সেখানেই ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন সুমিত্রা । এরপর জিআরপির তৎপরতায় অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন।
ছবি: প্রতীকী