যুগবার্তা ওয়েব ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ ব্লকের মালা বান্দির লোধা গ্রামের বাসিন্দারা বিসর্জনের দিন আনন্দে মেতে উঠেছিলেন। ভাসানের সময় সিদ্ধি খেয়েছিলেন। তবে তাদের এই আনন্দ ছিল ক্ষণিকের। সিদ্ধি খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন দশজন। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, মালা বান্দির লোধা গ্রামের দুর্গা প্রতিমার বিসর্জন হয় শুক্রবার। প্রসাদ হিসেবেই নাকি সিদ্ধি খেয়েছিলেন অনেকে। সিদ্ধি খাওয়ার পরেই কয়েওজন বমি করতে থাকেন। উপস্থিত বাকিরা সকলে খুব ভয় পেয়ে যান । বেশ কয়েকজনকে অসুস্থ হতে দেখে বাকিরা আর সিদ্ধিতে হাত দেননি। খুব দ্রুত অসুস্থ হয়ে পড়া ব্যাক্তিদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের কথায়, প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সিদ্ধি খাওয়ার চল আছে এখানে। বিষক্রিয়া থেকে এই পরিস্থিতির সৃষ্টি হল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে