যুগবার্তা ওয়েব ডেস্কঃ বিতর্ক থেকে যেন কিছুতেই রেহাই পাচ্ছে না দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সৌরভ মোরে নামে মহারাষ্ট্রের পুণের টিসিএস -এর এক কর্মী সময়মতো বেতন না পাওয়ার অভিযোগ তুলে অফিসের সামনে ফুটপাতে অবস্থান করছিলেন। অফিসের বাইরে ওই কর্মীর ফুটপাতে শুয়ে থাকার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যম দ্রুত ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে আসরে নেমে তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থাটি সৌরভের থাকার ব্যবস্থা করে।
ঠিক কী হয়েছিল? সৌরভের ছবির সঙ্গে তাঁর একটি চিঠিও ভাইরাল হয়েছিল। চিঠিটি সৌরভেরই লেখা। বেতন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি লিখেছিলেন, ‘‘আমি এইচআরকে জানিয়েছি যে আমার কাছে টাকা নেই এবং বেতন না পেলে আমায় টিসিএসের বাইরে ফুটপাতে রাত কাটাতে হবে।’’ সৌরভের বক্তব্য, তাঁর চাকরির পরিচয়পত্রটি টিসিএস সিস্টেমে সক্রিয় করা হয়নি। সে কারণে তিনি বেতন পাননি। গত ২৯ জুলাই বিষয়টি নিয়ে পুণের সহ্যাদ্রি পার্কে টিসিএস অফিসে অভিযোগ জানান তিনি। সংস্থার পক্ষ থেকে ৩০ জুলাই তাঁকে জানানো হয়, ৩১ জুলাইয়ের মধ্যে তিনি বেতন পাবেন। ২৯ জুলাই সৌরভ সংস্থার মানবসম্পদ বিভাগকে জানান, তিনি কপর্দকশূন্য। তাই তাঁকে বাইরে ফুটপাতে দিন কাটাতে হবে। তাঁর দাবি, এই কথার পরেও কোনও প্রত্যুত্তর পাননি তিনি।
চিঠি ও ছবি ভাইরাল হতেই টিসিএসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে অবস্থান স্পষ্ট করা হয়। সৌরভ অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাই তাঁর বেতন স্থগিত করা হয়েছে, সেই বিবৃতিতে জানায় টিসিএস। সঙ্গে এটাও জানায় সৌরভের থাকার ব্যাবস্থা করা হয়েছে। অফিসের বাইরের ফুটপাতে তিনি আর থাকছেন না।
ছবিঃ প্রতীকী