যুগবার্তা বিনোদন ডেস্ক: ভারতের অন্যতম খ্যাতনামা সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। বলিউড ও টলিউড মিলিয়ে তাঁর গানের সংখ্যা নেহাত কম নয়। তাঁর মন্ত্রমুগ্ধকর কণ্ঠে ভাসেন বহু মানুষ। বল বল দুগ্গা এল, ইয়ে মোহ মোহ কে ধাগে, জারা জারা টাচ মি, সাওয়ার লু – এর মত একাধিক গানে তাঁর কণ্ঠের জাদুতে মোহিত শ্রোতারা। গতবছর দুর্গাপুজোয় তাঁর গাওয়া গান “আমার দুগ্গা দুগ্গা” বেশ পছন্দ হয়েছিল বাঙালি শ্রোতাদের। এর হিন্দি ভার্সন “যারা হ্যালো হ্যালো”ও বেশ জনপ্রিয় হয়। এবারও পুজোয় তাঁর কোন গান আসছে তা নিয়ে অনুরাগীদের উৎসাহ প্রবল। এর মাঝেই মোনালির বিয়ে ভাঙার খবরে তৈরি হয়েছে জল্পনা। সেভাবে যদিও এখনও কিছু স্পষ্ট নয় তবে, বেশ কিছুদিন যাবৎ গায়িকার সোশ্যাল মিডিয়ার বেশ কিছু পোস্ট ঘিরে এখন চর্চা তুঙ্গে। গত ৮ সেপ্টেম্বর মোনালি ঠাকুর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন যেটি হল তার মিউজিক ভিডিও ‘একবার ফির’ গানের একটি ঝলক। এই মিউজিক ভিডিওর দৃশ্যে দেখা গেছে তাঁর শারীরিক ও মানসিক নির্যাতনের বেশ কিছু মুহূর্ত। ইনস্টাগ্রামে শেয়ার করা স্টোরির ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘দ্য রিজন‘।
২০১৭ সালে মাইক রিখটারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালি। বরাবর নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বাইরে বেশি চর্চা করা পছন্দ নয় তাঁর। মোনালি ও মাইকের বিয়ের খবরও অনুরাগীরা জানতে পেরেছিলেন সমাজমাধ্যমে। সম্প্রতি স্বামীকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছেন মোনালি। তবে সোশ্যাল মিডিয়ায় গায়িকার সাম্প্রতিক পোস্ট ঘিরে গুঞ্জন হলেও তিনি নিজে সরাসরি এ বিষয়ে মন্তব্য করেননি। তাই সত্যিই তাঁর বিয়ে ভাঙছে নাকি পুরোটাই নতুন ভিডিওর প্রচার তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে