বুধবার সকালে বিদ্যাসাগর সেতুর ওপরে পুড়ে ছাই হয়ে গেল একটি বাস। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বাসটি হাওড়ার আমতা থেকে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিল। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি জায়গা থেকে কালো ধোয়া বেরোতে দেখেন বাসের যাত্রীরা। আতঙ্কিত হয়ে তারা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বাসটি থামাতে বলেন। ড্রাইভার বাস দাঁড় করালে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আসেন। নেমে আসেন ড্রাইভার কন্ডাকটারও। কিছুক্ষণের মধ্যেই গোটা বাসটিতে আগুন ধরে যায়। সময়মতো সবাই বাস থেকে নেমে পড়ায়, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সকাল ৭ টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডের উপর দিয়ে একটি বাস আমতা থেকে ধর্মতলা যাচ্ছিল । বাসটিতে জাতি সংখ্যা ছিল ভালোই। হঠাৎই বাসতে আগুন লাগে। যাত্রীদের তৎপরাতেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কেউ আহত হননি। এই ঘটনায় দ্বিতীয় হুগলি সেতুর ওপর তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হে হেস্টিংস থানার পুলিশ। ততক্ষণে অবশ্য গোটা বাসটি দাউদাউ করে জ্বলছে।
খবর পেয়ে দমকলেআর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আধ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ঘটনার জেরে প্রায় ঘন্টাখানেক হাওড়া থেকে কলকাতা গামী যানবাহন আটকে পড়ে।
































