যুগবার্তা ওয়েব ডেস্ক: সোমবার একনাগাড়ে বৃষ্টির জেরে মঙ্গলবার সকাল থেকেই নাজেহাল অবস্থা কলকাতার। জলমগ্ন হয়ে পড়ে আলিপুর চিড়িয়াখানাও। হু হু করে বৃষ্টির জল ঢুকে পড়ে চিড়িয়াখানার জীবজন্তুদের ঘরেও। এই অবস্থায় খাঁচা থেকে কুমির বেরিয়ে পড়ে। মহানন্দে বিচরণ করতে থাকে আলিপুর চিড়িয়াখানার প্রাঙ্গণে। এদিকে জল থেকে কুমির ডাঙায় (তখন অবশ্য ডাঙা জলে পূর্ণ ছিল) উঠে আসায় আতঙ্কিত হয়ে পড়েন চিড়িয়াখানার কর্মীরা।
সেই কুমির ধরতে জাল নিয়ে জলের মধ্যেই নামেন চিড়িয়াখানার কর্মীরা। কুমিরকে বাগে আনতে বেশ বেগ পেতে হয় তাঁদের। আলিপুর চিড়িয়াখানায় কুমিরের সংখ্যা ১৯ টি। সোমবার রাতের বৃষ্টিতে একাধিক বন্যপ্রাণীর খাঁচায় জল ঢুকে যায়। কুমিরের খাচায় যে নালা রয়েছে তাতে জল বেড়ে যাওয়ার কারণে নালা দিয়ে বেরিয়ে আসে কুমির। চিড়িয়াখানার কর্মীরা জল নামিয়ে জাল দিয়ে কুমির গুলিকে ধরে খাচায় ফিরিয়ে নিয়ে যান। আলিপুর চিড়িয়াখানার এক কর্মীর কথায়, জল বাড়লেও কুমিরদের চিড়িয়াখানার বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল না। চিড়িয়াখানার সঙ্গে আদি গঙ্গার যে সংযোগ রয়েছে সেখানে জাল দেওয়া রয়েছে । ফলে কুমির বেরলেও সেই জালে আটকে পড়ত। সারারাত সোমবার বৃষ্টির কারণে মঙ্গলবার চিড়িয়াখানায় সাধারণ মানুষের দেখা পাওয়া যায়নি। এরই মধ্যে কুমির কাণ্ডে ব্যস্ত থাকতে হয় কর্মীদের।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে