যুগবার্তা ওয়েব ডেস্কঃ দশমীর দিন প্রতিমা নিরঞ্জন ডেকে আনল দুর্ঘটনা ! বৃহস্পতিবার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মৃত্যু হল ১৬ জনের। উত্তরপ্রদেশের আগ্রায় প্রতিমা নিরঞ্জনের জন্য গিয়ে জলে তলে গেম মৃত্যু হয় তিন যুবকের। সূত্রের খবর প্রতিমা নিরঞ্জনের জন্য মোট ৯ জন জলে নামে।গভীর নদীতে যাওয়ার ফলে তারা একে একে স্রোতে তলিয়ে যেতে থাকে । পাঁচজন এখনও নিখোঁজ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ এবং বাঁচানো সম্ভব হয় একজনকে।
অন্যদিকে মধ্যপ্রদেশে উজ্জয়নের কাছে নগরিয়া এলাকায় ট্রাক্টর করে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় । চম্বল নদীর ধারে ট্রাক্টরটি দাঁড় করানো ছিল। ভুলবশত ১২ বছরের এক নাবালক গাড়িটি চালিয়ে দেয়। মুহূর্তে ট্রাক্টর রেলিং ভেঙে পড়ে যায় নদীতে। একে একে সবাই তলিয়ে যেতে থাকে। ঘটনাটি ঘটামাত্র মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা মোট ১১ জনকে উদ্ধার করে ও তাদের দ্রুত হাসপাতালে পাঠায় । হাসপাতালে নিয়ে যাবার পর ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু হয় । একজন এখনও নিখোঁজ। অপরদিকে মধ্যপ্রদেশে খান্ডোয়া জেলার আরদলা ও জামলি গ্রামের ২০ থেকে ২৫ জন গ্রামবাসী প্রতিমা নিরঞ্জনের জন্য একটি শোভাযাত্রা বের করে । সেখানেও একটি ট্রাক্টর পুকুরে উল্টে পড়ে যায়। যার ফলে মৃত্যু হয় ১১ জনের। তাদের মধ্যে ৮ জন নাবালিকা। এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যর কথা ঘোষণা করেছেন।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে