যুগবার্তা ওয়েব ডেস্কঃ লুক-আউট নোটিস জারি শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহর’। আর এই খুশির দিনেই ফাঁপরে পড়লেন ব্যবসায়ী অভিনেতা। এদিনই রাজ এবং তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টীর বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করল মুম্বই পুলিশ বলে সূত্রের খবর। এই দম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ দায়ের করেছেন জনৈক দীপক কোঠারি। খবর, তাঁর এই অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা মামলা দায়ের করে। এরই জেরে শুক্রবার দম্পতির বিরুদ্ধে জারি হল ‘লুকআউট’ নোটিস।
এই প্রতারণায় অভিনেত্রী এবং তাঁর ব্যবসায়ী স্বামীর সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ও জড়িত ছিল বলে দীপকের অভিযোগ। তাঁর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তাঁর সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগ করেছিলেন। সেই অর্থ ব্যবসায়িক খাতে খরচ না করে রাজ ব্যক্তিগত স্বার্থে স্থানান্তরিত করেন। অথচ তিনি ঋণশোধ করেননি। সুদ দেওয়া দূর! যদিও শিল্পা এবং রাজের আইনজীবী এর আগে অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, দায়ের হওয়া মামলাটি দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত। ২০২৪-এর ৪ অক্টোবর ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এ বিচার সম্পন্ন হয়েছিল।
এ বছরের শুরুটা ভালোই করেছিলেন শিল্পার স্বামী। গত মাস থেকে শুরু হওয়া সলমন খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ্ বস’-এ অন্যতম প্রতিযোগী তিনি। পাশাপাশি, এ বছর তাঁর তিনটি পাঞ্জাবি ছবিমুক্তির সম্ভাবনাও ছিল। ‘ মেহর’ মুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের বক্সঅফিস কালেকশন পঞ্জাবের বন্যাত্রাণে দান করবেন। হঠাৎ করে জালিয়াতি মামলায় নতুন করে ফের জড়িয়ে যাবেন, ঘুণাক্ষরেও বোধহয় টের পাননি রাজ-শিল্পা। বছর দুয়েক আগে পর্ণকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে বিস্তর জলঘোলা হয়েছিল রাজকে নিয়ে। স্বামীর পাশে থেকে সেই লড়াইয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল শিল্পাকেও। আজকের এই খবর ছড়িয়ে পড়তেই বলিউডে গুঞ্জন, আবার কী খারাপ সময় উপস্থিত এই শিল্পী দম্পতির? ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে