যুগবার্তা ওয়েব ডেস্কঃ এ বার পুরীর জগন্নাথ মন্দিরে নাশকতার আশঙ্কা। বুধবার সকালে পুরীর শতাব্দী প্রাচীন মন্দিরের দেওয়ালে দুই ভাষায় লেখা হুমকিবার্তা আনেকেরই নজরে আসে। ওড়িয়া এবং ইংরেজি, দুই ভাষাতেই লেখা ছিল, ‘‘জঙ্গিরা জগন্নাথ মন্দিরে আক্রমণ করবে। গুঁড়িয়ে দেওয়া হবে মন্দির।’’ নজরে আসতেই লেখাগুলি দ্রুত মুছে ফেলেন স্থানীয় মানুষ। সকালের ওই ঘটনার পর থেকে উদ্বেগ বেড়েছে পুলিশ প্রশাসনের। শুধু হুমকিবার্তাই নয়, মন্দির চত্বরের বেশ কয়েকটি বাতিও ভাঙা অবস্থায় মিলেছে বলে খবর। এর ফলে মন্দির চত্বর জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণে পরিক্রমা মার্গের কাছে এক মন্দিরের দেওয়ালে হুমকিবার্তা দেখতে পান স্থানীয়েরা। আঁকাবাঁকা হস্তাক্ষরে খোদাই করা ওই বার্তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও খোদাই করা ছিল বলে দাবি। এ ছাড়া, বেশ কয়েকটি ফোন নম্বর লিখে তাতে ফোন করার ‘নির্দেশ’ দেওয়া হয়েছিল ওই বার্তায়। কারা ওই বার্তা লিখেছেন, তাঁদের শনাক্তকরণের চেষ্টা চলছে। এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অগুন্তি সিসিটিভি ক্যামেরা এবং সর্বক্ষণ পুলিশ প্রহরা থাকা সত্ত্বেও কী ভাবে দুর্বৃত্তেরা ঢুকে হুমকিবার্তা লেখার সাহস পেল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে