যুগবার্তা ওয়েব ডেস্কঃ ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষের সময় পাক গোলাবর্ষণে অনাথ হয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যয়ভার বহন করবেন রাহুল গান্ধী। ওই সংঘর্ষের জেরে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি হামিদ কাররা জানিয়েছেন, অনাথ হয়ে যাওয়া ২২ জন শিশুর লেখাপড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা। স্নাতক স্তরের পড়াশোনা শেষ করা পর্যন্ত, ওই শিশুদের লেখাপড়ার খরচ দেবেন রাহুল।
‘অপারেশন সিঁদুর’-এর পর চার দিনের ভারত-পাক সামরিক সংঘাতে জম্মু ও কাশ্মীরে ২১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল জম্মুর পুঞ্চ জেলায়। গত মে মাসেই পুঞ্চে গিয়েছিলেন রাহুল। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, সেই সময়ই তিনি বাবা-মা হারানো শিশুদের নামের একটি তালিকা তৈরি করতে বলেন। পাক গোলাবর্ষণে যারা বাবা-মা দু’জনকেই হারিয়েছে, কিংবা যার পরিবারে একমাত্র রোজগেরের মৃত্যু হয়েছে, তাদের সকলের নাম তালিকায় রাখতে বলা হয়। সেই মতো সরকারি নথির সঙ্গে মিলিয়ে ২২ জন শিশুর নাম চূড়ান্ত করা হয়। হামিদ জানিয়েছেন, তাদের পড়াশোনার জন্য বরাদ্দ প্রথম কিস্তির টাকা বুধবার দেওয়া হবে।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে