যুগবার্তা বিনোদন ডেস্কঃ পুজো আসতে আর বেশি দেরি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন আর আগের মতো পুজোর অ্যালবাম আলাদা করে তৈরি খুব কম হয়। তার বদলে থিম সং তৈরির চল এসেছে। একেকটা পুজো কমিটি আলাদা করে গান তৈরি করে। এই গান শোনার পাশপাশি দেখারও একটা উন্মাদনা থাকে দর্শকদের। আসন্ন শারদ উৎসব উপলক্ষে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি তৈরি করছে পুজোর গান। এই গান দিয়েই পরিচালনায় হাত পাকাচ্ছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে এই নতুন গান ‘দুগ্গা মা এসেছে’। গানটির কথা লিখেছেন প্রসূন। গানের প্রধান মুখ অভিনেত্রী দর্শনা বনিক।
গানটির প্রযোজনা করছে সৌরভ দাসের সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’। এই সংস্থার পার্টনার যিশুও। প্রযোজনা সংস্থার এটিই প্রথম কাজ। পরিচালক বললেন, “পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবে। গানের মাধ্যেমে সে রকম একটা পারিবারিক গল্প বলতে চেয়েছি।” উল্লেখ্য, আগামী ২৯শে আগস্ট একই সঙ্গে প্রযোজনা সংস্থা ও তার প্রথম পুজোর গান লঞ্চ অনুষ্ঠান।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে


































