যুগবার্তা ওয়েব ডেস্কঃ দিল্লির ভোগাল এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় কুপিয়ে খুন করা হল আসিফ কুরেশি নামে এক ব্যাক্তিকে। গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তিনি। তার কিছুক্ষণ পরেই নিজের বাড়ির সামনে খুন হন আসিফ। সেই খুনের মুহূর্ত ধরা পড়েছে নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ এখন নেটমাধ্যমে ভাইরাল। ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে (যুগবার্তা এর সত্যতা যাচাই করেনি) দেখা গিয়েছে, এক ব্যক্তিকে (আসিফ) তাঁর বাড়ির সামনে থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় রাস্তার মাঝে। সেখানে তাঁর উপর চড়াও হন প্রতিবেশীরা। কিছুক্ষণ ধস্তাধস্তির পরেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে আসিফকে। ঘটনাস্থলেই পড়ে যান তিনি।
https://x.com/JournoSiddhant/status/1953674729958912509?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1953674729958912509%7Ctwgr%5E78fe36bebf301ae591c43a0c67b0c49d85e686e3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnewsable.asianetnews.com%2Findia%2Factor-huma-qureshis-cousin-asif-qureshi-murdered-in-delhi-cctv-footage-articleshow-qddtl4u
মৃত আসিফের বয়স ৪২। তিনি সম্পর্কে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই। ওই ঘটনার পরে আসিফকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুই স্ত্রীকে নিয়ে ছিল আসিফের সংসার। তাঁদের একজন শাহিন কুরেশি বলেন, “আমাদের বাড়ির দরজার সামনে একটি স্কুটার রাখা নিয়ে সমস্যার সূত্রপাত। আমাদের যাতায়াতের রাস্তা আটকে রাখত ওই স্কুটারটি। আমার স্বামী স্কুটার সরাতে বলায় এলাকারই দুই যুবক বচসা শুরু করে। এর আগেও একবার এই দুই যুবক আমার স্বামীর ওপর হামলা চালিয়েছিল।” দিল্লি পুলিশ এই ঘটনায় উজ্জ্বল (১৯) ও গৌতম (১৮) নামে দু’জনকে গ্রেফতার করেছে । এই বিষয়ে এখনও পর্যন্ত হুমার কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে