যুগবার্তা বিনোদন ডেস্কঃ আটলানিস মিউজিক থেকে প্রকাশিত হতে চলেছে প্রয়াত সুরকার বাপি লাহিড়ীর শেষ সৃষ্টি। কিংবদন্তি সুরকারের সুরে ‘ আল্লা আল্লা রামা রামা” গানটি গেয়েছেন বাপি স্বয়ং এবং পার্থ চক্রবর্তি। গীতিকার ও সহকারী সঙ্গীত পরিচালক মনোজিত গোস্বামী।
গানটি এই অস্থির সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের সম্প্রীতির বার্তা দেবে। একই বাতাস থেকে আমরা নিঃশ্বাস নিই, একই সূর্য থেকে আলো নিই তাহলে কেন এত হানাহানি? কেন এত বিভেদ? কীসের বিদ্বেষ? রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, ওরে সবই তো একই সাগরে মিশেছে…তাহলে কেন এই বিদ্বেষ?
কলকাতায় বাপি লাহিড়ী একটি ব্যক্তিগত কাজে এসেছিলেন। তখনই শিল্পী পার্থ চক্রবর্তি এবং মনোজিতকে নিয়ে গানটি তৈরি করেন। তবে গানটির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই শিল্পী প্রয়াত হন। শেষের দিকে এমন অবস্থা হয় যে বিছানায় শুয়ে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে গানটি শেষ করেন, এমনই ছিল শিল্পীর জেদ ও নিষ্ঠা।
বাপিদার সহশিল্পী পার্থ সম্প্রতি কলকাতায় গানটির বাকি অংশের রেকর্ডিংয়ের কাজ শেষ করলেন।
পার্থ বলেন, বাপিদা যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন তা মেনেই আমি ও মনোজিত গানটার কাজ শেষ করলাম। গানটা শ্রোতাদের চোখে জল এনে দেবে এটুকু বলতে পারি।
গানটি খুব শীঘ্রই প্রকাশিত হবে ।
ছবিতে প্রয়াত সঙ্গীতশিল্পীর সঙ্গে সহশিল্পী পার্থ ও গীতিকার মনোজিত