যুগবার্তা ওয়েব ডেস্ক: গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভালে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় সংগীতশিল্পী জুবিন গর্গের। এই মৃত্যু নিয়ে এখন চলছে তদন্ত। প্রতিদিনই নতুন তথ্য পুলিশের হাতে আসছে। গ্রেফতার করা হয়েছে জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। শেখরজ্যোতির গ্রেফতারের পর পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশের দাবি জেরায় শেখরজ্যোতি বলেন ” জুবিন সাঁতার জানত। তাই জলে ডুবে মৃত্যু হওয়া অসম্ভব ।”
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে জুবিন গর্গের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়। ২৫ সেপ্টেম্বর প্রথম গ্রেফতার করা হয় শেখরজ্যোতি গোস্বামীকে। ১ অক্টোবর গ্রেফতার হন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত । শুক্রবার গ্রেফতার করা হয় টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্তকে। জুবিনের মৃত্যুতে ইতিমধ্যেই অসম পুলিশ শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। দিল্লি থেকে গত বুধবার গ্রেফতার হন তাঁরা। থাকার। সিদ্ধার্থ শর্মার বয়ানে অসংগতি পাওয়া গেলে গুয়াহাটি কোর্ট তাঁদের ১৪ দিন পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেয় ।
এরই মধ্যে শেখরজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পেয়েছে তদন্তকারী অফিসারেরা। জুবিনের ড্রামার নাকি বলেন , “সিঙ্গাপুরে প্যান পেসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিল ওঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। তবে গায়কের মৃত্যুর ঠিক আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিল। মৃত্যুর দিন সিদ্ধার্থ একপ্রকার জোর করেই বোটের গতিবিধি নিজের কন্ট্রোলে রেখেছিল। এমনকী বোটচালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। আর কেউ যাতে এই বিষয়ে নাক না গলায়, সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে। জলের মধ্যে জুবিনের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন ওঁর ম্যানেজার চিৎকার করে বলেছিল- ওকে ছেড়ে দাও।” জুবিনের টিমের ড্রামারের আরও বিস্ফোরক দাবি , “জুবিনদা নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর সিদ্ধার্থ শর্মাকে সাঁতার কাটা শিখিয়েছে। ওঁর পক্ষে জলে ডুবে মরে যাওয়া সম্ভব নয় কোনওভাবেই। শ্যামকানু মোহন্তের সঙ্গে শলা-পরামর্শ করে সিদ্ধার্থ শর্মাই জুবিনদাকে বিষ খাইয়েছে। এবং ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকী সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও মানা করেছিল।”ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে