যুগবার্তা স্পোর্টস ডেস্ক: গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে চতুর্থ বার এশিয়া কাপ জয় করল ভারত। গ্রুপ থেকে ফাইনাল, গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও হারেননি হরমনপ্রীত সিংরা। আর ফাইনালে কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সরাসরি হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিলেন। ফাইনালে জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রুইদাসের।
ম্যাচ শুরুর ৩৪ সেকেন্ডের মধ্যে গোল পান সুখজিৎ সিং। আগের ম্যাচে চিনকে ৭-০ গোলে হারিয়েছিল ভারত। মনে হচ্ছিল, সেরকম স্কোরবোর্ডেরই পুনরাবৃত্তি হবে। ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল ভারতের। প্রথমার্ধে মুর্হুমুহু আক্রমণও শানিয়েও গোল করার ব্যর্থতায় খুব বেশি লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে বরং আগ্রাসী দেখায় দক্ষিণ কোরিয়াকে । একাধিক পেনাল্টি কর্নারও পায়। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের শেষ থেকে ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে চলে আসে। ভারত ৪-০ এগিয়ে যাওয়ায় চতুর্থ কোয়ার্টারে চমক বেশি ছিল না। তারপরও একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত ভারত জেতে ৪-১ গোলে।
প্রসঙ্গত, ভারত বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলেছে। বাকি তিনটি দল হল জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেন। ভারত মাত্র এক বারই বিশ্বকাপ জিতেছে। ১৯৭৫-এ পাকিস্তানকে ২-১ হারিয়েছিল। তার আগ ১৯৭৩-এ রানার্স এবং ১৯৭৫-এ তৃতীয় হয়েছিল তারা। শেষ বার ২০২৩-এ ভুবনেশ্বর ও রৌরকেলায় হয়েছিল হকি বিশ্বকাপ। ভারত নবম স্থানে শেষ করেছিল। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে