যুগবার্তা ওয়েব ডেস্কঃ ভোটপ্রচারে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি কি এবার বাস্তবায়নের পথে? ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় এলে গাঁজা সেবনে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাববেন। প্রেসিডেন্ট নির্বাচিত হাওয়ার প্রায় ৭ মাস পর তিনি এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন বলে খবর। একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প চান, যাতে অল্পবয়সিরা অল্পস্বল্প গাঁজা সেবন করতে পারেন। একটি ঘরোয়া অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মতামত দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “গাঁজা সেবনে কড়াকড়ি শিথিল করার বিষয়টি এবার দেখতে হবে।’’
আমেরিকার ফেডেরাল আইন অনুযায়ী, গাঁজা ‘শিডিউল ১’ তালিকার মাদক। রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ভাবনা, গাঁজাকে ‘শিডিউল ৩’ তালিকাভুক্ত করা। সে ক্ষেত্রে গাঁজা সেবনে কড়াকড়ি অনেক শিথিল হবে। যদিও দেশের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গাঁজা নিয়ে তেমন কড়াকড়ি নেই। গাঁজা ‘শিডিউল ৩’ তালিকাভুক্ত হলে ভবিষ্যতে আরও অনেক অঙ্গরাজ্যই সে পথে হাঁটতে পারবে। হোয়াইট হাউসের একাংশের মত, গাঁজা নিয়ে কড়াকড়ি শিথিল হলে কমবয়সিদের একটা বড় অংশের সমর্থন পাবেন ট্রাম্প। আবার অন্য একটি অংশের মত, রক্ষণশীলেরা ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করবেন। এখনও কোনও সিদ্ধান্ত এব্যাপারে হয়নি বলেই হোয়াইট হাউস সূত্রে খবর।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে